ডেস্ক রিপোর্ট;
সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি মাহবুব সেলিম সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। তিনি জাতীয় যুবজোট এর সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, বুধবার রাতে এক দল সংঘবদ্ধ সন্ত্রাসী মাহবুব খান সালামের উপ হামলা চালিয়ে হাত পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থা মারা যান।
প্রত্যক্ষদর্শীদের মতে , টোকন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক সালামের উপর হামলা চালায়।
কয়েক দিনের ব্যবধানে দেশে তিনজন সাংবাদিক কে হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএমএসএফ। অবিলম্বে সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।