র্যাব জানায়, শনিবার (১৪ মে) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেন্সিডিল, ৮ বোতল বিদেশী মদসহ ওয়াসিম একরাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। একরাম সদর দক্ষিণের মজুমদার বাড়ির কুড়িয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।এছাড়াও রবিবার (১৫ মে) সকালে কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মোঃ ইদ্রিস আলী (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে আনন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩৭)।
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
Related articles