দৈনন্দিন জীবন-যাপনকে আমরা অনেকটা জটিল করে ফেলেছি ।অথচ জীবনে খুশি থাকাটা খুব কঠিন কিছু না । একটা খুব ব্যস্ততম দিনেও ছোট ছোট ঘটনা আনন্দদায়ক হতে পারে।
মাননীয় প্রধানমন্ত্রী জণনেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আব্দুল লতিফ এতিমখানার বাচ্চাদের দুপুরের খাবারের আয়োজন করে “অনন্যা” নারী উদ্যোক্তা সংগঠন। সেখানে ছোট্ট হুজুরের গলায় গামছা পরাতে গিয়ে উনার পাগড়ী খুলে যায় ।পাগড়ী বাঁধায় আমার ব্যর্থ চেষ্টা দেখে বাকি ছোট ছোট হুজুরেরা খুব মজা পাচ্ছিলো । বাচ্চাদের মুখে হাসি দেখে মনে হচ্ছিলো আমার এই ব্যর্থতায় ও প্রাপ্তির আনন্দ আছে ❤️❤️❤️